October 30, 2025, 9:00 pm

হোটেল কক্ষে কলেজ ছাত্রীসহ যুবলীগ নেতা আটক

Reporter Name 127 View
Update : Thursday, October 31, 2019

মানিকগঞ্জ | বৃহস্পতিবার,৩১ অক্টোবর ২০১৯:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের পদ্মা রিভারভিউ হোটেলে রুম ভাড়া নিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে যুবলীগ নেতা কাউসার আহম্মেদকে আটক করেছে পুলিশ।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত হোটেলের ৩০৯নং কক্ষ থেকে কলেজ ছাত্রীসহ ওই যুবলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

বিয়ের প্রলোভন দিয়ে কলেজ ছাত্রীকে হোটেলে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয় কাউসার। আটক কাউসার মহাদেবপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে ওই হোটেলের তিন তলার ৯০৩ নং রুমে তল্লাশি করা হয়। এসময় কাউসার ও কলেজ ছাত্রী রুনা আক্তারকে ওই রুমে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অসংলগ্ন কথা বার্তা বললে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এব্যপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর