জেএসসি পরীক্ষা: প্রথম দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৫৮২৪

নিজস্ব প্রতিবেদক | রবিবার,৩ নভেম্বর ২০১৯:
জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মোট ২ লাখ ৪২ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিত ছিলো ৫ হাজার ৮২৪ জন পরীক্ষার্থী। এদিকে নকল করার অভিযোগে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সারাদেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-জেএসসি শুরু হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর জেলায় ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১ হাজার ৫৬২ জন, দিনাজপুর জেলায় ৪৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭৮৫ জন, গাইবান্ধা জেলায় ৩৩ হাজার ৯৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭৩০ জন, নীলফামারী জেলায় ২৮ হাজার ৫১৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৬১১ জন, কুড়িগ্রাম জেলায় ২৭ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭৫৭ জন, লালমনিরহাট জেলা ২০ হাজার ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪২০ জন, ঠাকুরগাঁও জেলায় ২৩ হাজার ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৫৫১ জন এবং পঞ্চগড় জেলায় ১৭ হাজার ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪০৮ জন পরীক্ষার্থী।
এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রাম জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।