September 14, 2025, 9:58 pm

নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজভর্তি ট্রাক উল্টে ডোবায়

Reporter Name 145 View
Update : Tuesday, November 12, 2019

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজভর্তি ট্রাক উল্টে ডোবায় পড়ে গেছে। এতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এ সময় গুরুতর আহত হয়েছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বাগিচাহাট দিঘীরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ ভুট্টো (৪০)। তিনি কক্সবাজার জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও দোহাজারী থানা পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ থেকে সাড়ে ১৩ টন পেঁয়াজ নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম আসছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাগিচাহাট দিঘীরপাড় এলাকায় ডোবায় পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হলেও গুরুতর আহত হন ট্রাকের ভেতরে থাকা এক ব্যবসায়ী। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আহসান হাবীব জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকে থাকা পেঁয়াজ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর