September 14, 2025, 10:14 pm

নরসিংদীর মাধবদীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name 129 View
Update : Wednesday, November 13, 2019

আব্দুল কুদ্দুস,মাধবদী প্রতিনিধি: নরসিংদীতে বহুল আলোচিত জামাল হত্যা মামলার অন্যতম আসামি অটো চালক সাব্বির হোসেনকে (১৯) আটক করেছে মাধবদী থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, তদন্ত অফিসার শাফায়াত হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাধবদী থানাধীন পুরান চর হতে তাকে আটক করে। আটককৃত সাব্বির হোসেন (১৯) মাধবদী থানাধীন পুরান চরের নুরুল ইসলামের ছেলে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, আদালত ১৬৪ ধারায় আটককৃত সাব্বিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে। আদালতে সে জামাল হত্যার লোমহর্ষক বিবরণ দিয়ে বলে, গত ১০-০৮-২০১৯ ইং তারিখ রাতে সে ও তার দুই বন্ধু মিলে আড়াইহাজারের বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জামাল(৪২) কে প্রথমে মাথায় পরে হাতে,পিঠে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরবর্তীতে সে জীবন বাঁচাতে উঠে দৌড় দিলে পেট বরাবর ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে তার মৃত্যু নিশ্চিত করে পুরানচর শ্বশান ঘাট ও পুরানচর কবরস্থানের মধ্যবর্তী স্থানে ফেলে দেওয়া হয়।

নিহত জামাল মালয়েশিয়া থাকাকালীন তার বন্ধুরা তার কাছ থেকে টাকা হাওলাত নেয়। পরবর্তীতে দেশে এসে তাদেরকে টাকার জন্য চাপ প্রয়োগ করে। এবং উক্ত টাকার জন্য ক্রমাগত চাপের কারণেই তারা জামালকে হত্যার পরিকল্পনা করে বলে ও জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর