পলাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল বাগদী এলাকায় রুবেল ও চরসিন্দুর সুলতানপুর গ্রামে রবিন নামে দুই যুবক মারা যান।
নিহত রুবেল ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। নিহত রবিন উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলম মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, রবিবার দুপুরে ঘোড়াশাল বাগদী এলাকায় পল্লা বিদ্যুৎ-১ উপ-কেন্দ্রে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল নামে এক যুবক মারা যায়।
এদিকে একই দিনে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি নার্সারিতে মোটর দিয়ে পানি দেয়ার সময় তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন নামে আরেক যুবক মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।