September 14, 2025, 10:14 pm

গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দুই তদন্ত কমিটি

Reporter Name 132 View
Update : Sunday, November 17, 2019

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়ে ৭ জন নিহত হওয়ার ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুটির মধ্যে একটি চট্টগ্রাম জেলা প্রশাসন ও আরেকটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে।

দুই তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, জেলা প্রশাসনের এডিএম এজেডএম শরীফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হযেছে। দলের অন্য সদস্যরা হলেন- ওসি কোতোয়ালি, ফায়ার সার্ভিসের একজন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ও সিটি করপোরেশনের একজন প্রতিনিধি।

এছাড়াও এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদি হাসানকে প্রধান করে এই কমিটি করা হয়। অপর সদস্যরা হলেন এডিসি (সিটি এসবি বন্দর) মঞ্জুর মোর্শেদ ও সহকারী কমিশনা (কোতোয়ালি জোন) নোবেল চাকমা। তাদেরকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়ে ৭ জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার ভোরে শহরের কতোয়ালী থানারধীন পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর