তুরস্ক, মিশর ও চীন থেকে পেঁয়াজ আসছে কাল
আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) মিশর, তুরস্ক ও চীন থেকে কেনা পেঁয়াজের প্রথম চালান কার্গো বিমানে করে দেশে এসে পৌঁছাবে। এর ফলে অতিদ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেছেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দীন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান বাণিজ্য সচিব।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপৎকালীন সমস্যা নিরসনে তড়িৎগতিতে কার্গো বিমানযোগে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব।
ড. মোহাম্মদ জাফর উদ্দী বলেন, ‘সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রফতানিমূল্য চার গুণ বৃদ্ধি করায় এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ২/১দিন যাবত বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে।’
আবার সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লেগে যাচ্ছে। বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের উদ্দেশে সমুদ্রপথে রয়েছে বলেও বাণিজ্য সচিব জানান।









