October 29, 2025, 8:48 pm

সৌদিসহ ৫ দেশে নারীকর্মী পাঠানো বন্ধে রিট

Reporter Name 167 View
Update : Monday, November 18, 2019

নারীকর্মীকে নির্যাতন ও হত্যাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপাচ্যের ৫টি দেশের নারীকর্মী পাঠানো বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) কক্সবাজারের রাজিয়া খাতুনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী জামান আক্তার বুলবুল।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সৌদি আরব, জর্ডান, লেবানন, ইরাক ও সিরিয়ায় নারী কর্মী পাঠানো বন্ধে রিট করা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। ওই বেঞ্চের কার্যতালিকায় এলে চলতি সপ্তাহে শুনানি হতে পারে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর