October 30, 2025, 3:32 am

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

Reporter Name 137 View
Update : Wednesday, November 20, 2019

সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস্তবায়ন হওয়া নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে সারা দেশে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নতুন এই আইনের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে পরিবহন শ্রমিকরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনও ধরনের বাস-ট্রাক চলাচল করতে দেখা যায়নি। বন্ধ আছে ঢাকা-সিলেট মহাসড়কও। পথে পথে শ্রমিকরা বিক্ষোভ ও ধর্মঘট পালন করছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছোট ছোট কিছু পরিবহন চলাচল করলেও সেগুলোকেও বন্ধ করে দিচ্ছে শ্রমিকরা।

এর আগে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) কাভার্ডভ্যান ট্রাক মা‌লিক এসোসিয়েশনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। তাদের দাবি, নতুন আইন বাতিল করতে হবে এবং নতুন আইন সংশোধনে মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের রাখতে হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর