August 3, 2025, 6:57 pm

প্রাথমিক পরীক্ষায় ‘বহিষ্কার’ কেন অবৈধ নয়: হাইকোর্ট

Reporter Name 161 View
Update : Saturday, November 23, 2019

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের বহিষ্কার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে এবার বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের কেন পুনরায় পরীক্ষা নেয়া হবে— তাও জানতে চেয়েছে আদালত।

স্বতঃপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি পিএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ শিশুকে ‘অসাধু পন্থা’ অবলম্বনের কারণে বহিষ্কার নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আনেন কোর্টের আইনজীবী এ এম জামিউল হক।

তিনি জানান, শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, শিক্ষক এমনকি অভিভাবকরা বলছেন, কোমলমতি শিশুদের এ ধরনের বহিষ্কার তাদের ওপর এক ধরনের মানসিক নির্যাতন। যারা পরীক্ষা কিংবা নকল করার বিষয়টিই এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেনি।

কর্তব্যরত শিক্ষকরা আরও সচেতন হলে এ ধরনের বহিষ্কার এড়ানো যেত। শিশুদের বহিষ্কারের বিষয়টি নির্দেশনায় রাখা কতটা যৌক্তিক তা ভাববার বিষয় রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর