October 30, 2025, 3:16 am

খুলনায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

Reporter Name 140 View
Update : Tuesday, November 26, 2019

খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুরনো কাপড়ের ৩৫টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর