October 29, 2025, 4:02 pm

৯ দাবিতে ঘোড়াশালে জুট মিলে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name 124 View
Update : Tuesday, November 26, 2019

প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়ন এবং বকেয়া বেতন পরিশোধসহ ৯ দাবিতে নরসিংদীর পলাশে বাংলাদেশ জুট মিলের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ বাংলাদেশ জুট মিল শাখার উদ্যোগে মিলের শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শ্রমিকরা এ বিক্ষোভ করেন। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মিলের উৎপাদন বন্ধ রেখে প্রায় ৩ হাজার শ্রমিক-কর্মচারী এতে অংশ নেন।

বাংলাদেশ জুট মিলের সিবিএ’র সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম হাফিজ জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম, পাটকল শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রামের ঢাকা বাগদাদ জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, খুলনার ক্রিসেন্ট জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক মো. হেদায়েত উদ্দিন আজাদী, ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আলী, ডেমরার করিম জুট মিলের সিবিএ’র সভাপতি জাকির হোসেন, নরসিংদীর ইউএমসি জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক কামাল আহামেদ, ইউএমসি জুট মিলের সিবিএ’র সাবেক সভাপতি জাকির হোসেন, আনিছুর রহমান, বাংলাদেশ জুট মিলের সিবিএ’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও সিবিএ’র নেতা হারুন-অর-রশিদসহ অনেকে।

এ সময় বক্তারা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এর পদত্যাগ দাবি করেন এবং পাটমন্ত্রী ঘোষিত দেশের রাষ্ট্রয়াত্ব সব পাটকল পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) করার সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান।

এ সময় বক্তারা মজুরি কমিশনসহ শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন নেতারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর