October 29, 2025, 4:21 pm

বেনাপোলে ৯ ট্রাক ভারতীয় পান আটক

Reporter Name 136 View
Update : Thursday, November 28, 2019

বেনাপোলে ৯ ট্রাক ভারতীয় পানপাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ নভেম্বর) রাতে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় ৫৮ টন ভারতীয় পানপাতাসহ এই ৯টি ট্রাক আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমান পান পাতা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পান বোঝাই ৯ ট্রাক আটক করে। ট্রাকসহ আটককৃত পানপাতার মূল্য ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়। ট্রাকসহ পানপাতা যশোরের বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে থানায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর