September 14, 2025, 5:11 pm

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল বন্ধ

Reporter Name 129 View
Update : Thursday, November 28, 2019

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ‘রাজশাহী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝঐল টেক আট পয়েন্টের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে সকাল ৮টায়।

স্থানীয়রা জানায়, উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হয়ে কিছু দূর গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের চেষ্টা চলছে।

তবে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর