December 2, 2025, 1:33 am

আগমী বছর সিভিএফ’র সভাপতি হচ্ছেন শেখ হাসিনা

Reporter Name 154 View
Update : Tuesday, December 3, 2019

আমাগী বছর ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতির দ্বায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী জানান, কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনির এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই যদি চায় আমি সভাপতির দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছি।’

২০০৯ সালে কোপেনহোগেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় মালদ্বীপ সরকার সিভিএফ গঠন করে।

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনি বর্তমানে সিভিএফ-এর সভাপতি। এই ফোরমের কাজ হচ্ছে বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক প্রভাব চিহ্নিত করা। উষ্ণতার ফলে আর্থ-সামাজিক ও পরিবেশের ক্ষতি হয়। সূত্র বাসস।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর