December 2, 2025, 2:40 am

মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নেদারল্যান্ডসের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Reporter Name 138 View
Update : Tuesday, December 3, 2019

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি- ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ পয়োগ করতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমাবর (২ ডিসেম্বর) মাদ্রিদে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীক বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন প্রধানন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, নেদারলান্ডসের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছেন, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে যোগ দিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলের অং সান সুচি আপনাদের দেশে সফর করবেন। সে সময় নেদাল্যান্ডসের উচিত হবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা।’

সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি এবং এর সামাধানও তাদের করতে হবে।’ তিনি মার্ক রুটকে বলেন, ‘মিয়ানমার আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ। তার সবসময়ই বলে আসছে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেবে। তারা কখনও বলেনি যে, রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত নেবে না। কিন্তু এ ব্যাপারে তাদের আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে। এ প্রসঙ্গে আপনারা সহায়তা করতে পারেন।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী রুটেকে জানান, ১১ লাখ রোহিঙ্গা আগমনের কারণে কক্সবাজারের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকার ভাসানচর নামে একটি দ্বীপে সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য দ্বীপটির উন্নয়ন করেছে।

শেখ হাসিনা রাজনৈতিক সমর্থন দেওয়ার মাধ্যমে সোচ্চার হওয়া এবং রোহিঙ্গাদের জরুরি সহয়তা দানের জন্য নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর