October 29, 2025, 4:29 pm

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে এএসআইসহ নিহত ২

Reporter Name 145 View
Update : Tuesday, December 3, 2019

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি প্রাইভেটকার উল্টে পুলিশের এএসআই আমিনুল ইসলাম ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২২) সহ দুজন নিহত হয়েছে। এসময় প্রাইভেটকারটি ধুমরে মুচড়ে যায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নিজেই প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় উপজেলার রায়মনি এলাকায় এ দুঘর্টনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, এএসআই আমিনুল ভালুকার উদ্দ্যশ্যে নিজস্ব প্রাইভেটকার যোগে ভোররাতে শ্যালককে নিয়ে রওনা হয়। পরে ত্রিশালের রাইমনি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।

আমিনুল ফুলবাড়ীয়া থানা পুলিশের দায়িত্ব পালন করেন। তিনি ওই থানায় দায়িত্ব পালনকালে রিভলবার চুরির ঘটনায় বরখাস্ত হয়। পরে জেলা পুলিশ লাইন্সে ক্লোজ হন। মঙ্গলবার ৭ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ এস আই আমিনুল ইসলাম ভালুকা থানা থেকে ছয় মাস আগে ফুলবাড়ীয়া থানায় যোগদান করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর