August 5, 2025, 11:00 pm

ফিল্মি স্টাইলে মিথিলাকে বিদায় দিলেন স্বামী সৃজিত

Reporter Name 161 View
Update : Tuesday, December 10, 2019

সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলা গত শুক্রবার বিয়ে করেছেন। বিয়ের পরের দিনই স্বামীকে নিয়ে শনিবার পাড়ি দিয়েছিলেন সুদূর সুইজারল্যান্ড। তবে এই যাত্রা হানিমুনের জন্য নয়, সেখানে পিএইচডি করবেন মিথিলা।

এদিকে বলিউডি সিনেমার সংলাপের আদলে মিথিলাকে বিদায় দিয়ে স্ট্যাটাস দিয়েছেন স্বামী সৃজিত। তাকে উদ্দেশ্য করে নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, ‘যা সিমরান যা, করলে আপনি পিএইচডি।’

ছবিসহ এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার অমরেশ পুরীর সেই আইকনিক সংলাপ দিয়ে নতুন বউকে বিদেশ পাঠাচ্ছেন তিনি!

বিয়ের পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, সুইজারল্যান্ডে পিএইচডি করবেন তিনি। ওখানে কাজ শেষের পর অল্প দিনের জন্য হানিমুনে যাবেন গ্রিসে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর