August 4, 2025, 1:57 pm

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুমার জামিন

Reporter Name 168 View
Update : Monday, August 27, 2018

নিউজ ডেস্ক,সোমবার,২৭ আগস্ট ২০১৮: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারকে জামিন দিয়েছে আদালত।

সোমবার (৭২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ তার জামিন মঞ্জুর করেন। তার জামিনের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া সবাই জামিন পেলেন।

এদিন লুমার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যোতির্ময় বড়ুয়া, ড. জাহিদ ইকবাল ও আরও কয়েকজন আইনজীবী।

শুনানিতে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, লুমার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের যে অপরাধের ধারায় অভিযোগ আনা হয়েছে তা এ আইনের আওতায় আসে না। কোটা সংস্কার আন্দোলনের নেতা অনেকে জামিনে আছেন। তাই সার্বিক দিক বিবেচনায় তার জামিন প্রাপ্য।

এর আগে গত ১৫ আগস্ট ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর