August 7, 2025, 12:48 am

তীব্র শীত থাকলেও ভোটকেন্দ্রে আসুন: তাপস

Reporter Name 172 View
Update : Thursday, January 2, 2020

আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস দক্ষিণ সিটির ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘ভোটের দিন যদি তীব্র শীতও থাকে তারপরও আপনারা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। ভোট দিয়ে আপনাদের সেবককে নির্বাচিত করবেন।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধতা ঘোষণার পর তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ‘আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় রিটার্নিং কর্মকর্তাদের ধন্যবাদ, জনগণকে ধন্যবাদ জানাই।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের দায়িত্বরতের উদ্দেশ্য তিনি বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আশা করবো সেই নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক হবে। সেরকম একটি নির্বাচনই আমাদেরকে উপহার দেবেন।’

তিনি বলেন, ‘আমার দল এবং আমার নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করবো, নির্বাচন কমিশনের সকল বিধিবিধান, নিয়ম-কানুন মেনে আমরা প্রচারণায় অংশগ্রহণ করবো এবং জনগণের দোরগোড়ায় যাবো।’

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ৩১ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর