August 21, 2025, 6:55 pm

দেশে আরও ৪ জনের মৃত্যু, একদিনে রেকর্ড আক্রান্ত ১৩৯: ডা. ফ্লোরা

Reporter Name 186 View
Update : Sunday, April 12, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৬২১ জন হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যে ১৩৯ জন সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৪৩ জন নারী। তাদের বয়স ভিত্তিক বিভাজনে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী শতকরা ২৫ ভাগ, ২১ থেকে ৩০ বছর বয়সী শতকরা ২১ ভাগ। যদিও আমরা এটি বয়সভিত্তিক বিভাজন দেখাচ্ছি, তবে একটি কথা মনে রাখা প্রয়োজন যেকোনও বয়সের যেকোনও ব্যক্তি কোভিড-১৯ সংক্রমিত হতে পারেন। সুতরাং প্রতিরোধের বিষয়ে বয়সসীমা নেই। প্রত্যেককেই সতর্ক থাকতে হবে।’

ডা. ফ্লোরা বলেন, ‘নতুন আক্রান্তদের জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে রয়েছেন সর্বোচ্চ ৬২ জন। এছাড়া ছাড়ার বাইরে অন্যান্য এলাকায় এর পরবর্তী অবস্থান।’

তিনি বলেন, ‘নতুন সংযোজিত জেলা লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি। এই চারটি জেলাতেই আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে ওই সমস্ত এলাকাগুলোতে গিয়েছেন। সেজন্য আমরা বারবার সবাইকে সতর্ক করছি, এইসময়ে আপনারা ভ্রমণ করবেন না। আপনারা বাড়িতেই থাকুন এবং স্বাস্থ্য অধিদফরের পরামর্শগুলো সঠিকভাবে মেনে চলুন।’

দেশে মোট ৬২১ জন আক্রান্তের বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে সর্বোচ্চ সংখ্যায় সংক্রমিত রোগী রয়েছেন ঢাকা শহরে। শতকরা ৫০ ভাগ। ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে শতকরা ৩৫ ভাগ এবং চট্টগ্রাম বিভাগে শতকরা ৬ ভাগ।’

তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এখন সর্বমোট সংক্রমণমুক্ত ৩৯ জন। যে তিনজন নতুন করে সংক্রমণমুক্ত হয়েছেন তাদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। তাদের একজন চিকিৎসক রয়েছেন, যিনি একজন রোগীকে সেবা দেয়ার সময় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে আইইডিসিআর পরিচালক বলেন, ‘দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ নিশ্চিত করা গেছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন মহিলা। তাদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে ১ জন এবং ৭০-৮- বছর বয়সী ১ জন। এই চারজনের মধ্যে দুজন ঢাকায় এবং দুজন ঢাকার বাইরে রয়েছেন।’

বাংলাদেশে গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত ৫-৬ দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল ও আজ দুইদিনে ৬ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর