October 7, 2025, 8:18 pm

আরও যে ১০ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অপেক্ষায় পৃথিবী!

Reporter Name 188 View
Update : Thursday, April 16, 2020

পরিবেশ ডেস্ক:
প্রতি বছরই নানান প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে চলেছে আমাদের বিশ্ব। প্রত্যেকটি বিপর্যয়ের ধরণ আবার আলাদা রকমের। চলতি বছরের গত তিন মাসেই অদৃশ্য ভাইরাস কোভিড ১৯ পুরো পৃথিবীকে শ্মশানে পরিণত করেছে। এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় দেড় লক্ষ মানুষ। এরচেয়ে বড় দুর্যোগ আর ক হতে পারে।

তবে বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। একবিংশ শতকেও পৃথিবীর উপরে আঘাত হানতে পারে বহু ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়। যার জেরে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের এই সুন্দর পৃথিবী।

একনজরে দেখে নিন বিশ্বে আসন্ন দশটি ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়:

১০। আমেরিকার দাবানল

হাভার্ড ইশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানীদের মতে ২০৫০ সালের মধ্যে বহু বার দাবানলের কবলে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের জঙ্গলগুলি। পরিসংখ্যান অনুসারে ওই দেশের জঙ্গলগুলিতে প্রতি বছর গড়ে ৩০ থেকে ৫০ হাজার দাবানল হতে পারে।

৯। অগ্ন্যুৎপাত

খুব শীঘ্রই ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়তে চলছে বারোয়াবুঙ্গা নামক আগ্নেয় উপত্যকা।যার ফলে আইস ল্যান্ডের কাছে হতে পারে ভয়াবহ ভূমিকম্প। একবারে বড় ভূমিকম্প না হলেও কম সময়ের মধ্যে একাধিকার কেঁপে উঠতে পারে ওই এলাকার ভূমি।

৮। চিলিতে ভূমিকম্প

২০৬৫ সালের মধ্যে বহুবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠবে চিলি। বিজ্ঞানীদের মতে রিখটার স্কেলে চিলিতে হওয়া ভূমিকম্পের তীব্রতা থাকবে গড়ে ৮.২। ভয়াবহ কম্পনের ফলে হতে পারে সুনামী। ভূপৃষ্ঠের ৬০-৯৭ কিমি গিভীরে থাকবে ভূমিকম্পের উৎসস্থল।

৭। জাপানে জোড়া ভূমিকম্প

চলতি বছর ২০২০ সালেই করোনা আতঙ্কের মধ্যেই জোড়া ভূমিকম্পে কেঁপে উঠতে পারে জাপান। সূর্যোদয়ের দেশের র‍্যক্যু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে রিখটার স্কেলে ২০২০ সালে জাপানে হওয়া জোড়া ভূমিকম্পের তীব্রতা থাকবে ৯।

৬। পর্বতে অগ্ন্যুতপাত

সূর্যোদয়ের দেশ জাপানেও হতে পারে ভয়াবহ অগ্ন্যুৎপাত। জাপানের পার্বত্য অঞ্চলগুলিতে হতে পারে ভয়াবহ অগ্ন্যুৎপাত। এর জেরে মারাত্মক ক্ষতি হতে পারে মানবকূলের।

৫। অরেগাঁওতে সুনামি

সিসমোগ্রাফ যন্ত্রে আট থেকে নয় তীব্রতা নিয়ে সুনামি ধেয়ে আসতে পারে অরেগাঁওতে। ২০৬৫ সালের মধ্যে ঘটতে পারে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।

৪। প্লাবন

আমেরিকার পূর্বের উপকূলবর্তী এলাকায় হতে পারে ভয়াবহ প্লাবন। মহাকাশ গবেষক সংস্থা নাসার দেওয়া তথ্য অনুসারে ২০৫০ সালের মধ্যে ভয়াবহ প্লাবনের কবলে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল।

৩। ক্যারিবিয়ান সাগরে সুনামি

লন্ডন কলেজ বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে ভয়াবহ সুনামি দেখা দিতে পারে ক্যারিবিয়ান সাগরে। এর জেরে সমূদ্রগর্ভে তলিয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশ। অথচ এর আগেই করোনার ছোবলে রীতিমত কবরস্থানে পরিণত হয়েছে ট্রাম্পের দেশ।

২। ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

আগামী কয়েক দশকের মধ্যেই বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন হতে চলেছে ক্যালিফোর্নিয়া। এমনই দাবি করেছে ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস। রিখটার স্কেলে আট কিংবা তার থেকেও বড় মাপের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১। ভয়ানক সৌর ঝড়

আগামী একদশকের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে ভয়ানক সৌর ঝড়। বিশ্বের প্রায় সমগ্র প্রান্তেই এই ঝড়ের প্রভাব পরবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর