August 22, 2025, 6:45 am

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

Reporter Name 188 View
Update : Tuesday, April 21, 2020

আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। সংক্রমণ এড়াতে বিশ্বের দেশে দেশে চলছে লকডাউন। বাংলাদেশেও জনগণের চলাফেরা সীমিত করা হয়েছে এবং বন্ধ করা হয়েছে সব ধরনের গণপরিবহন।

ইসরায়েলও দেশটিও এর বাইরে নয়। কিন্তু এর মধ্যে সবকিছু মেনেই প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দুই হাজারের বেশি লোক। বিক্ষোভকারীরা সরকারের বেঁধে দেওয়া দুই মিটার দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে এই বিক্ষোভ প্রদর্শণ করেন।

স্থানীয় সময় রবিবারের তেল আবিবে ওই বিক্ষোভে দূরত্ব মানার পাশাপাশি তারা মুখে মাস্কও পরেছিলেন। বিক্ষোভকারীরা রবিন স্কয়ারে কালো পতাকা নিয়ে জড়ো হন।

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তার প্রতিপক্ষের সঙ্গে ‘জরুরি সরকার’ গঠনের চেষ্টা করছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু দেশের গণতন্ত্র ধ্বংস করছেন। তার দুর্নীতির অভিযোগে যে বিচার চলছে, তাতে তিনি হস্তক্ষেপের চেষ্টা করছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর