September 14, 2025, 10:14 am

মাধবদীতে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ

Reporter Name 140 View
Update : Wednesday, April 22, 2020

মাধবদী প্রতিনিধি:
বাংলা বর্ষপঞ্জিতে চলছে এখন বৈশাখ মাস। সারাদেশে কৃষকের জমিতে বোরোধান কাটার সময় হয়ে গেছে। এ মাসে একদিকে কাল বৈশাখী ঝড়ের আশঙ্কা, অন্যদিকে- করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন । এঅবস্থায় ধান কাটার জন্য পাওয়া যাচ্ছেনা কোন ক্ষেতমজুর। এতে সময়মতো ঘরে ধান তুলতে না পারার শঙ্কায় হতাশ হয়ে পড়েছে স্থানীয় কৃষক। ঠিক এই সময়ে মাধবদীতে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (২২ শে এপ্রিল ২০২০) নরসিংদী জেলা ছাত্রলীগের নেতৃত্বে সদর ও মাধবদীর বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের কৃষক সুমন মিয়ার ক্ষেতের ধান কেটে তার বাড়ি পৌঁছে দেয়।

মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা জানান, যার যার অবস্থান থেকে কৃষককে সহযোগীতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে তারা নেতাকর্মীদের নিয়ে মাধবদীর কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার কাজ শুরু করে। তাদের এই কাজ সামনেও অব্যাহত থাকবে বলে জানান এই ছাত্রলীগ নেতা।

ধান কাটার কাজে অংশ গ্রহণ করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন, নরসিংদী সদর উপজেলা ছাএলীগের সভাপতি মোঃসারোয়ার হোসেন ফয়সাল, সাধারণসম্পাদক শেখ শামীম, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাএলীগের সভাপতি শিব্বির আহমেদ, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাএলীগের আহবায়ক মোঃ মামুন জন, যুগ্মআহবায়ক মো ওয়াসিম আকরাম, মোঃ শরীফ হোসেন অপু, মাধবদী থানা ছাএলীগের আহমেদুর রহমান সোহাগ, মোঃ সাদ্দাম হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহাত হোসেন, পাচঁদোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুস্ময় আহমেদ প্রমুখ ।

তাদের এই উদ্যোগে স্থানীয় কৃষকরা বেজায় খুশি। অন্যদিকে এলাকার জনগণও এ দৃশ্য দেখে ছাত্রলীগের সদস্যদের ভূয়শী প্রশংসা করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর