August 21, 2025, 8:56 pm

ওসমানীর এক চিকিৎসকের জন্য ৭৮ জন কোয়ারেন্টিনে

Reporter Name 172 View
Update : Saturday, April 25, 2020

স্টাফ করেসপন্ডেন্ট;
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর আরো ৭৮ ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে, আক্রান্ত ওই চিকিৎসক শারীরিকভাবে ভালো থাকায় তাকে হাসপাতালের হোস্টেলেই আইসোলেশন করে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ খবর জানিয়েছেন।

তিনি জানান, এই ৭৮জনের মধ্যে বৃহস্পতিবার ৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাকীদেরও ধাপে ধপে পরীক্ষা করা হবে।

এদিকে, বৃহস্পতিবার ওসমানী হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আরেক প্রসূতির করোনা শনাক্ত হয়।

তার শারীরিক অবস্থা ভালো থাকায় আজ সন্ধ্যায় তাকেও শামসুদ্দিন হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে কোয়ারেন্টিন করতে বলা হয়েছে।

এছাড়া ওই নারীর সংস্পর্শে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এসেছেন তাদেরও কোয়ারেন্টিন করা হবে বলে জানান হিমাংশু লাল রায়।

জানা যায়, করোনা শনাক্ত হওয়া ওসমানীর ওই চিকিৎসক সম্প্রতি গাজীপুর থেকে সিলেট ফেরেন। সিলেটে আসার পর সন্দেহবশত তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

ডা. হিমাংশু লাল আরও জানান, গতকাল শামসুদ্দিন হাসপাতালের এক স্টোর কিপারের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এর পর তাকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একই সাথে তার পরিবারের ৩ সদস্যের নমুনা সংগ্রহ করে করে পরীক্ষার করা হয়েছে।

উল্লেখ্য, সিলেট বিভাগে এপর্যন্ত ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে প্রথম শনাক্ত রোগী ডা. মঈন উদ্দিন মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর