August 3, 2025, 4:30 pm

জীবনের শ্রেষ্ঠ অর্জনকে নিলামে তুললেন শ্যুটার আসিফ

Reporter Name 275 View
Update : Saturday, April 25, 2020

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় খেলোয়াড়রা তাদের জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোকে জনগণের স্বার্থে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবিকতার এক সময় কীর্তিমান শ্যুটার আসিফ হোসেন খান সোনার পদক নিলাম তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যানচেস্টারে দশ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন আসিফ। এ ইভেন্টে দেশের হয়ে প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র সোনা জয়ের কীর্তি তার।

আসিফের জানান, ‘হ্যাঁ, ‘পদকটা আমার, কষ্ট আমার, কিন্তু হাসিটা তো দেশের মানুষের। দোয়াটাও তাদের। আমি যে বিমানে চড়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি, অনুশীলন করেছি, সেটা তো তাদের ট্যাক্সের পয়সায়।’

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাট নিলামে তোলা দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান আসিফ। বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে কোচের দায়িত্বে থাকা সাবেক এই শুটার নিলামের প্রক্রিয়া সম্পর্কে জানাশোনাদেরও তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর