August 9, 2025, 2:06 pm

জনগণের জন্য কাজ করাই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

Reporter Name 172 View
Update : Wednesday, August 29, 2018

নিউজ ডেস্ক, বুধবার ২৯ আগস্ট ২০১৮: ক্ষমতা ভোগের জন্য, একজন রাজনীতিবিদ হিসেবে জনগণের জন্য কাজ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ আগস্ট) সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের জন্য আলাদা ফান্ড করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। যার মাধ্যমে হতদরিদ্রদের বিনাপয়সায় চিকিৎসা দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও আইক্যাম্প করে চিকিৎসা দেয়া হবে। দরিদ্ররা যাতে বিশেষজ্ঞ চিকিৎসা নিতে পারে তারও ব্যবস্থা করা হবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক চিকিৎসা সেবা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর