August 21, 2025, 7:51 pm

চবি উপাচার্যকে হত্যার হুমকি : থানায় জিডি

Reporter Name 182 View
Update : Wednesday, August 29, 2018

রিয়াজ মুন্না,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে । বিদেশী একটি নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গত ১৬ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে এই হুমকি দেন ৷

এ ঘটনায় উপাচার্যের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকায় ইতোমধ্যে দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নূর আহমদ ১৭ আগস্ট হাটহাজারী ও ২৪ আগস্ট নগরীর খুলশী থানায় সাধারণ ডায়েরি (জি.ডি) করেন।

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ঢাকাটুয়েন্টিফোর কে হুমকি ও সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ‘১৬ আগস্ট সকালে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে আমাকে গালাগাল করা হয়। আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। আমাকে জবাই করে দিবে, শেখ হাসিনাকে জবাই করে দিবে এসব বলা হয়৷ এরপরই আমাকে ইমোতে মেসেজ দিয়েছে৷ সেখানে হুমকি দিয়ে বলা হয় ‘তোর মা হাসিনাকে জবাই।’

প্রাণনাশের হুমকি কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। যদিও হুমকি পাওয়ার আগে চবি উপাচার্য পৃথক দুটি অনুষ্ঠানে গত ১৪ ও ১৫ আগস্ট সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে থাপ্পড় মারার প্রতিজ্ঞা করেন এবং কুখ্যাত কুলাঙ্গার ও নিকৃষ্ট জানোয়ার হিসেবে আখ্যা দেন।

এদিকে সাধারণ ডায়েরির বিষয়টি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাংগীর নিশ্চিত করেছেন।

তারা দুজনেই জানান, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এর সঙ্গে জড়িত। পাশাপাশি স্যারের নিরাপত্তার বিষয়েও আমরা সতর্ক।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর