August 31, 2025, 5:43 am

করোনায় ডিউটিতে অনীহা, ওসি প্রত্যাহার

Reporter Name 133 View
Update : Wednesday, April 29, 2020

হবিগঞ্জ | ঢাকা২৪ডটনেট:
করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ খবর নিশ্চিত করেন।

সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে বানিয়াচংয়ে বেশ কিছু মানুষ ফিরেছেন। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারগুলোর সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে কাজ করতে হচ্ছে পুলিশকে।

এ অবস্থায় ওসি রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করায় পুলিশ সদর দফতর তাকে প্রত্যাহার করেছে।

এ ব্যাপারে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষা এবং জনসেবার যে নির্দেশনা পুলিশ সদর দফতর থেকে দেয়া হয়েছে সার্বিকভাবে তা প্রতিপালনে ওসি রঞ্জন কুমার সামন্ত যথেষ্ট নিষ্ঠা ও পারদর্শিতার পরিচয় দিতে সক্ষম হননি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর