August 22, 2025, 6:47 am

‘শীঘ্রই খুলছে’ মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ

Reporter Name 175 View
Update : Wednesday, April 29, 2020

আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা২৪ডটনেট:
প্রাণঘাতী করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে মক্কা ও মদিনার বিভিন্ন মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। তবে খুব শীঘ্রই মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শায়খ ড. আবদুর রহমান সুদাইস।

আজ মঙ্গলবার এ খবর দিয়ে এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, আল্লাহর হুকুমে খুব শিগগিরই মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে। আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে নববীতে রমজানে এ বছর ১০ রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর