গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ পেল ৪৫০ পরিবার

গুরুদাসপুর (নাটোর)| ঢাকা২৪ডটনেট:
করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সহায়তা হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছে নাটোরের গুরুদাসপুর পৌরসভা।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার আয়োজনে ৩, ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডের ৪৫০ হতদরিদ্রের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে পৌর সচিব হাফছা শারমিন ও ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. রেজাউল করিম। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর