শরীয়তপুরে আরো ৬ জন করোনা রোগী সনাক্ত

শরীয়তপুর | ঢাকা২৪ডটনেট:
শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় আরো ৬জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে ২ জন, সদর উপজেলার চন্দ্রপুর ও পৌর এলাকায় ২ জন, নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নে ১ জন এবং জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১ করোনা রোগী সনাক্ত হয়েছে।
এরা নারায়নগঞ্জ ও ঢাকা থেকে আগত লোকজনের সাথে সংযুক্ত পরিবারের সদস্য।এদেরকে নিবিড় পর্যবেক্ষনে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে শরীয়তপুর জেলা মোট ২৯ জন করোনা রোগী সনাক্ত হলো। এরমধ্যে ২ জন মারাগেছে। এখনো ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের এমওডিসি ডাঃ আব্দুর রশিদ বলেন, ২দিন পূর্বে যাদেও নমূনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৪টি উপজেলায় ৬জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।এদের প্রত্যেককে নিবিড় পর্যবেক্ষনে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।