করোনায় ন্যাশনাল লাইফের সিইও’র মৃত্যু

নিউজ ডেস্ক | রবিবার, ২১ জুন ২০২০:
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি জীবন বিমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের।
রবিবার (২১ জুন) রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের কোনও বিমা খাতের সিইও হিসেবে জামাল এম এ নাসেরই প্রথম মারা গেলেন। এর আগে জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান করোনায় আক্রান্ত হলেও তিনি এখন অনেকটাই সুস্থ।
কোভিড-১৯ পজিটিভ নিয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রায় ১০ দিন চিকিৎসাধীন থেকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও জামাল এম এ নাসের মারা গেলেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর