August 7, 2025, 12:48 am

রাজধানীবাসীকে ডেঙ্গু থেকে মুক্তি দেবো: তাপস

Reporter Name 134 View
Update : Wednesday, July 1, 2020

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে মশার প্রজননের জায়গায় কীটনাশক স্প্রের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আশা করি, এর মাধ্যমে ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দিতে পারবো।’

বুধবার (১ জুলাই) বিকেলে নগর ভবনে অনলাইনের মাধ্যমে মশার প্রজননস্থলে কীটনাশক ছিটানো সেবা কার্যক্রমের উদ্বোধনীকালে মেয়র এসব কথা বলেন

সেবাপ্রার্থীদের ডিএসসিসির ওয়েব পোর্টাল www.dscc.gov.bd -এর নির্দিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পাঁচটি ক্যাটাগরিতে সেবা নেওয়া যাবে। সেবাপ্রার্থীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সেবামূল্য হিসেবে দিতে হবে। আবেদনের পর ৩ কার্যদিবসের মধ্যে এই সেবা কার্যক্রম সম্পন্ন করা হবে।

স্থাপনার ক্যাটাগরি ও সেবার হার নিম্নরূপ:

ক) ৩ (তিন) কাঠা পর্যন্ত এক ইউনিট বাড়ি (৫ তলা পর্যন্ত) ২০০০ টাকা

খ) ৩-৫ কাঠা পর্যন্ত ফ্ল্যাট বাড়ি (প্রতি ফ্লোর) ২৫০০ টাকা

গ) ৫-১০ কাঠা পর্যন্ত অ‌্যাপার্টমেন্ট ১০ তলা পর্যন্ত (প্রতি ফ্লোর) ৩৫০০ টাকা

ঘ) অ‌্যাপার্টমেন্ট ১০ তলার ওপরে (বেজমেন্টসহ) ৫০০০ টাকা

ঙ) বাণিজ্যিক ভবন ৮০০০ টাকা

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর