আদাবরে শিশু সাদিয়াকে গলা কেটে হত্যার ‘রহস্য উদঘাটন’

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর আদাবরে নিজ ঘরে ৪ মাসের শিশু সাদিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। স্বজনদের দাবি, পাশের বাসার কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনার আসল কারণ উদঘাটন করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ জানান, শিশু সাদিয়া হত্যা মামলার অগ্রগতি হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে তেজগাঁও ডিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, অন্য দিনের মতো নিজ বাসায় ঘুমিয়ে ছিল ৪ মাসের শিশু সাদিয়া। তাকে ঘুম পাড়িয়ে রেখে মা গিয়েছিল রান্না করতে। প্রায় ৮ মিনিট পর সাদিয়ার বড় ভাই আট বছরের রাব্বিকে তার খবর নিতে পাঠালে সে এসে দেখে বিছানায় শিশু সাদিয়ার গলা কাটা দেহ।
সাদিয়ার মৃত্যুতে বাকরুদ্ধ বাবা-মাসহ এলাকাবাসী। নিহতের স্বজনরা জানান, বাইরের কেউ নয়, বাসার আশেপাশের কেউ ঘটিয়েছে এই ঘটনা।
তারা বলেন, ‘ব্লেড দিয়ে গলা কেটে দেয়া হয়েছে। ব্লেডটা আমরা বাথরুমে পেয়েছি। ৫ জনের উপর সন্দেহ আছে।’