September 11, 2025, 7:49 pm

নেত্রকোনার কেন্দুয়ায় বাসচাপায় সিএনজিচালকসহ নিহত ৪

Reporter Name 179 View
Update : Saturday, September 1, 2018

নিউজ ডেস্ক,শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮: নেত্রকোনার কেন্দুয়ায় শনিবার বাসচাপায় একটি সিএনজিচালিত আটোরিকশার চালকসহ চারজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী বলে জানা গেছে।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, শনিবার দুপুরে উপজেলার মাসকা কাঁঠালতলা এলাকায় কেন্দুয়া থেকে আঠারোবাড়িগামী সিএনজি অটোরিকশাকে ঢাকা থেকে কেন্দুয়াগামী মায়ের দোয়া নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালক জামাল উদ্দিনসহ ৪ জন নিহত হন।

গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর