August 21, 2025, 11:15 pm

নাটোরে ডিসি, এসপি ও সিভিল সার্জনসহ মোট ৩০জন করোনায় আক্রান্ত

Reporter Name 201 View
Update : Wednesday, July 29, 2020

নাটোর::
নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ মোট ৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ৪৩৫জন করোনায় আক্রান্ত হলেন। তবে আক্রান্তরা সবাই সুস্থ রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯জুলাই করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়। গত রাতে ঢাকার ল্যাব থেকে পাঠানো রিপোর্টে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, তার স্ত্রী, দুই সন্তানসহ মোট ৩০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে জেলায় মোট ৪৩৫জন করোনায় আক্রান্ত হলেন।

জেলা প্রশাসক মু. শাহরিয়াজ জানান, শরীরে কোন উপসর্গ নেই। সবাই সুস্থ রয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর