August 5, 2025, 7:14 pm

সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name 159 View
Update : Sunday, August 2, 2020

ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের মেরিনড্রাইভে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার (২ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্টের পর জানা যাবে কী ঘটেছিল। এই মুহূর্তে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি যা মন্তব্য করবো তাতেই একটি প্রভাব পড়বে। তাই এখনই কোনও মন্তব্য করতে চাই না।’

কোনও পুলিশ কর্মকর্তাকে এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সেই আলাপ আলোচনা চলছে। তবে সব ব্যবস্থাই তদন্তের পর গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়ায় মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সিনহা রাশেদ খান নামে সাবেক সেনা কর্মকর্তা নিহত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর