August 31, 2025, 5:40 am

বিএনপি থেকে মনোনয়ন কিনলেন হাজ্বী মোস্তফা জামান

Reporter Name 161 View
Update : Friday, September 11, 2020

রাসেল খান,
আসন্ন চারটি আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম উত্তোলন করেন ঢাকা-১৮ (বৃহত্তর উওরা) আসনের বিএনপির প্রার্থী হাজ্বী মোস্তফা জামান। বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে তিনি বিএনপির নয়াপল্টন অফিসে এসে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে উপনির্বাচনের ফরম উত্তোলন করেন।

এ সময় মোস্তফা জামান বলেন, দলীয় মনোনয়ন পাবো বলে আশাবাদী আমি। দল থেকে যদি মনোনয়ন পাই এবং যদি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয় বিপুল ভোটে জয়লাভ করবো।

এসময় তার সাথে থাকা নেতা কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে নয়াপল্টন কেন্দ্রিয় অফিসের সামনে সারিবদ্ধ ভাবে অবস্থান নিতে দেখা গেছে। এ আসন থেকে আরো মনোনয়ন ফরম কিনেছেন এস এম জাহাঙ্গীর আলম ও বাহা উদ্দিন সাদি। শনিবার এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে। ওই দিনই রাতে প্রার্থী চূড়ান্ত করবে দলীয় পার্লামেন্টারি বোর্ড।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর