August 12, 2025, 10:56 pm

আগুনে পুড়লো কর অফিসের নথিপত্র

Reporter Name 149 View
Update : Tuesday, September 15, 2020

ডেস্ক রিপোর্ট:
বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনের দ্বিতীয় তলায় রেঞ্জ-১ অফিসের কয়েকটি কম্পিউটার গুরুত্বপূর্ণ নথি-পত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পঞ্চম তলার ভবনের চতুর্থ তলায় অফিসের দুই কর্মকর্তা আটকা পড়েন। এসময় আগুনের ধোয়ায় রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. শাওন চৌধুরী জ্ঞান হারালে তাকে উদ্ধার করে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ নিয়ে ফারার সার্ভিসের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন বলেন, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

তবে কর কমিশনের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান বলেন, দ্বিতীয় তলায় গুরুত্বপূর্ণ ফাইল পত্র রয়েছে, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরবর্তীতে যাছাই করে বলতে পারবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর