October 28, 2025, 12:59 pm

পাজামা বিতর্কে তোপে সুশান্তের সাবেক প্রেমিকা

Reporter Name 290 View
Update : Thursday, September 17, 2020

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও মৃত্যুরহস্য খোলাসা হয়নি। ইতোমধ্যে তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন কারাগারে আছেন।

তবে এই ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়লেন সুশান্তের পুরোনো প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে।

ক’দিন আগেই ‘ওম’ লেখা পাজামা পড়ে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অঙ্কিতা। তাতেই নেটিজেনদের শূলনজর পড়ে তার ওপর।

ওই পাজামায় কেন ‘ওম’ লেখা রয়েছে, তা নিয়ে নেটিজেনরা সমালোচনায় বিদ্ধ করছে অঙ্কিতাকে। নেট দুনিয়ার একাংশ বলছে, ‘ওম’ লেখা পাজামা পরে কাজটা মোটেই উচিত করেননি অঙ্কিতা।

আবার কেউ কেউ বলছে, সুশান্তের মৃত্যুর পর গোটা বলিউড যখন হতবিহ্বল ঠিক তখন পোশাকে ফ্যাশনে নিজেকে নতুন রূপে হাজির করতে এত ব্যস্ত কেন অঙ্কিতা! সুশান্তের মৃত্যুর এই কঠিন সময়ে তার মধ্যে এত আনন্দ কেন!

তবে ‘ওম’ খচিত পাজামা কিংবা সমালোচকদের মন্তব্যে অঙ্কিতা নিজে এখনও মুখ খোলেননি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর