July 31, 2025, 6:10 am

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব: জাতিসংঘে ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর

Reporter Name 107 View
Update : Thursday, October 1, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতিসংঘে ৪টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র রক্ষায় জরুরি পদক্ষেপ’ শীর্ষক ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে দেয়া বিবৃতিতে এ প্রস্তাব দেন তিনি।

প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবী ও আমাদের রক্ষার জন্য বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যতের প্রতি মনোযোগী হতে হবে।’

দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থা এবং গবেষণার মাধ্যমে জনগণের মধ্যে বৃহত্তর গণসচেতনতা সৃষ্টি ও জাতীয় পর্যায়ে আইনকানুন জোরদার করা এবং নিরীক্ষণ প্রক্রিয়া জীববৈচিত্র্য রক্ষার মূল পদক্ষেপ।’

তৃতীয় প্রস্তাবে শেখ হাসিনা বলেন, ‘জেনেটিক রিসোর্স ও ঐতিহ্যবাহী জ্ঞানের প্রকৃত মালিকদের জন্য বিশ্বব্যাপী সুফল বাটোয়ারায় প্রবেশাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’

চতুর্থ প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ‘প্যারিসের (সনদ) লক্ষ্য অর্জন আমাদের বিলুপ্তি ও টিকে থাকার মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। আমাদের অবশ্যই সেগুলো বাস্তবায়ন করতে হবে।’

এসময় তিনি বাংলাদেশ ‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপের‘ ব্যাপারে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।

সরকারপ্রধান বলেন, ‘আমরা একটি আন্তঃনির্ভরশীল বিশ্বে বাস করি। যেখানে পৃথিবী গ্রহের প্রতিটি প্রজাতি আমাদের বাস্তুসংস্থানে বিশেষ ভূমিকা পালন করে থাকে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ মিঠাপানির ওপর অনেক বেশি নির্ভরশীল। মিঠাপানির জীববৈচিত্র্য বিশ্বে সবচেয়ে দ্রুত হারে হ্রাস পাচ্ছে। বৈশ্বিক জলাভূমির ৮৫ শতাংশ ইতোমধ্যে শিল্প বিপ্লবের পরে হারিয়ে গেছে।’

তিনি বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণে সংবিধানে রাষ্ট্রের মৌলিক নীতি হিসেবে দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর