July 31, 2025, 7:42 am

গাছের সাথে দড়ি পেচিঁয়ে আত্মহত্যার চেষ্টা

Reporter Name 139 View
Update : Friday, October 2, 2020

রাসেল খান,
শুক্রবার সকাল ৯ টার দিকে রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটার এলাকার একটি গাছের সাথে গলায় দড়ি পেচিঁয়ে আত্মহত্যা চেষ্টা করা কালিন সময়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতিতে আত্মহত্যা করতে ব্যর্থ হলেন মোঃ বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যাক্তি।
উদ্ধার হওয়া বাবুল মিয়ার গ্রামের বাড়ি-গলিপুর গ্রামের, বেগম গঞ্জ থানার নোয়াখালী জেলার মৃত আব্দুল ছোবহানের ছেলে। 
তিনি বর্তমানে সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটার জি-১৮, ৪র্থ তলা বসবাস করেন। পেশায় সিভিল এ্যাভিয়েশনের গাড়ী চালক। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। 
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান , সকালে বিমানবন্দর থানা পুলিশের এসআই মাহাবুব খবর দেয় সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটারের পাশে আমগাছের ডালের সাথে গলায় দড়ি পেচিঁয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে পৌছি এবং অক্ষত অবস্থায় মোঃ বাবুল মিয়া (৪৫) নামের একজন ব্যক্তি আত্মহত্যার হাত থেকে রক্ষা করি। উদ্ধার হওয়া ব্যাক্তি আত্মহত্যার উদ্দেশে  ফাসির রশি গলায় ঝুলিয়ে রেখেছিলেন


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর