August 5, 2025, 7:14 pm

ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ

Reporter Name 159 View
Update : Friday, October 2, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
ঐক্যের কোনো বিকল্প নেই মন্তব্য করে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ঐক্যের শক্তি দিয়ে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খেলাফত মজলিস আয়োজিত আল্লামা শাহ আহমদ শফীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, আল্লামা শাহ আহমদ শফির আহ্বানে ২০১৩ সালে দেশের তাওহিদবাদী জনতা ঐক্যবদ্ধ হয়েছিলেন। সে সময়ে শাহবাগের নাস্তিক-মুরতাদের আস্ফালনের বিরুদ্ধে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে গড়ে ওঠা বলিষ্ঠ আন্দোলনের কারণে শাহবাগ থেকে নাস্তিক-মুরতাদ ব্লগাররা লেজগুটাতে বাধ্য হয়েছিলো। আল্লামা শফির নেতৃত্বে গড়ে ওঠা ২০১৩ সালের হেফাজতের আন্দোলন ইতিহাস হয়ে থাকবে। হেফাজতের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে ইসলাম বিদ্বেষী শক্তি কার্যত পরাভূত হয়েছিলো। আমরা মরহুম আল্লামা শাহ আহমদ শফির জন্য আল্লাহর কাছে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি।

আলোচনা সভা ও দোয়া মহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর