December 16, 2025, 8:11 am

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name 177 View
Update : Tuesday, October 6, 2020

ময়মনসিংহ: নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ময়মনসিংহে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু’র সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা শারমীন, সহ-সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মোত্তালেব লাল, সদস্য বাবলী আকন্দ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কো অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম সেলিম, মহিলা কাউন্সিলর কাউসার ই জান্নাত, বাংলার মুখের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান মুকুলসহ প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর