August 3, 2025, 9:21 pm

এ মাসে গাঁটছড়া বাঁধছেন কাজল

Reporter Name 255 View
Update : Tuesday, October 6, 2020

বিনোদন ডেস্ক:
বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। বাগদান পর্ব সেরে ফেলেছেন আগেই। বিয়ের পাত্র কে এ নিয়ে ভক্তকুলে বাড়ছে আগ্রহ। নতুন জীবন শুরু করার আগে নিজেকে সোশ্যাল হ্যান্ডেলে সে বিষয়ে ঘোষণা করেন সিঙ্ঘম অভিনেত্রী। জানিয়ে দিলেন বিয়ের দিনক্ষণ। আয়োজন ও থেমে নেই। কোথাও হবে বিয়ে? সেটিও জানালেন এ অভিনেত্রী।

আগামী ৩০ অক্টোবর ইনটেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন কাজল। তাই তিনি উচ্ছ্বসিত। জীবনে চলার পথে ভক্তরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, ভালবেসেছেন, ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন অজয় দেবগনের রিল স্ত্রী কাজল আগরওয়াল।

২০০৪ সালে হিন্দি ছবি কিঁউ- হো গ্যায়া না দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল। এরপর ২০০৭ সালে লক্ষ্মী কল্যানম নামে একটি জনপ্রিয় তামিল সিনেমা দিয়ে সিনেমা জগতে ফের নিজের অস্তিত্ব প্রকাশ করেন কাজল।

বাহুবলি পরিচালক এসএস রাজামৌলির মাগাধীরা-তেও দেখা যায় কাজল আগরওয়ালকে। এসবের পাশাপাশি মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিসসহ দক্ষিণের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন কজল আগরওয়াল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর