November 12, 2025, 3:38 am

বেগমগঞ্জের ওই নারীকে আরও দুইবার ধর্ষণ করেছিল দেলোয়ার

Reporter Name 149 View
Update : Tuesday, October 6, 2020

নিউজ ডেস্ক:
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য (অভিযোগ ও তদন্ত) আল মাহামুদ ফয়জুল কবির জানিয়েছেন, নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নির্যাতনের শিকার ওই নারীকে বছরখানেক আগে অন্যতম অভিযুক্ত দেলোয়ার আরও দুইবার ধর্ষণ করেছিল। মঙ্গলবার (০৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কমিশনের একদল প্রতিনিধি।

পরে ডিআইজি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কমিশনের সদস্য ফয়জুল কবির পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় ফয়জুল কবির জানান, ‘নিরাপত্তাহীনতায় ও ভয়ের কারণে ঘটনার মূলহোতা দেলোয়ারের নাম প্রকাশ করেননি ওই নারী। প্রায় এক বছর আগে রাতের বেলায় দেলোয়ার ওই নারীর বাড়িতে গিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেয়।’

‘কিন্তু কুপ্রস্তাবে ওই নারী রাজি না হওয়ায় দেলোয়ার তাকে বাহিনীর লোকজন দিয়ে গণধর্ষণের হুমকি দিয়ে নিজে ধর্ষণ করে। এঘটনার কিছুদিন পর দেলোয়ার তার সহযোগী কালামকে ওই নারীর বাড়িতে পাঠায় এবং নৌকায় করে একটি বিলে নিয়ে সেখানে দেলোয়ার ও কালাম দুজনই তাকে আবার ধর্ষণ করে’।

মানবাধিকার কমিশন এই সদস্য আরও বলেন, নির্যাতিতার জবানবন্দি অনুযায়ী আজই আমরা প্যানেল আইনজীবীদের মাধ্যমে মামলা করবো।

এসময় ডিআইজি আনোয়ার হোসেন বলেন. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরই আমরা জানতে পেরেছি। তার আগে আমরা বিষয়টি অবগত ছিলাম না। জানার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। নয়জন এজাহারভুক্ত আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে ও সাক্ষ্য-প্রমাণে যদি আরও কারও নাম আসে তাদেরও আইনের আওতায় আনা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর