September 12, 2025, 3:22 pm

দেশে করোনায় আরও প্রাণ গেল ২০ জনের

Reporter Name 158 View
Update : Thursday, October 8, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। গত ২৪ ঘন্টায় ১০৯টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৭২টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩টি। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর