September 10, 2025, 6:13 pm

তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা দিতে সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

Reporter Name 316 View
Update : Saturday, October 10, 2020

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শিক্ষিত তরুণদের প্রবাস গমন ও চাকুরীর পিছনে দৌড়ঝাপের প্রবণতা কমাতে হবে। তরুণরা ব্যবসা-বাণিজ্যে উদ্যোগী হলে দেশের বেকারত্ব দূর হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

পরিবেশ মন্ত্রী শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক অটোগ্যাস ফিলিং স্টেশনের উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সময় এখন উদ্যোক্তাদের। তাই তরুণদের লক্ষ্য স্থির করে এগিয়ে ব্যবসা বানিজ্যে এগিয়ে আসতে হবে। তরুণ উদ্যোক্তাদের সরকার সবধরণের সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর।

এসময় থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক লিটন শরীফ, ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর