August 10, 2025, 1:42 pm

প্রেম করায় তরুণকে পিটিয়ে হত্যা

Reporter Name 171 View
Update : Sunday, October 11, 2020

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে ১৮ বছর বয়সী তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। নিহত রাহুল দিল্লির আদর্শ নগরের বাসিন্দা।

পুলিশ বলছে, খুন হওয়ার কিছুক্ষণ আগেই রাহুলকে এক কিশোরীর সঙ্গে দেখা গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আমরা জানতে পেরেছি, নিহত কিশোরের সাথে ওই কিশোরীর পরিবারের সদস্যরা সম্পর্কটির বিরোধিতা করেছিল। পরে কিশোরীর ভাই ও তার বন্ধুদের মারধরে গুরুতর আহত হয়ে ছেলেটি মারা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিশোরীর সঙ্গে হেঁটে যাচ্ছে রাহুল। এরপরই সে কিশোরীর ভাইয়ের সামনে পড়ে। তাকে সেখানে ব্যাপক মারধর করা হয়। মূলত অন্য সম্প্রদায়ের ছেলে হওয়ায় এ ঘটনা ঘটেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর